বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আবুবকর ছিদ্দীক, বান্দরবান:
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) পৌর এলাকার বনরূপা পাড়ায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন এবং পরিবহন বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর এলাকার অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে মাটি ও বালিভর্তি ট্রাক চলাচল না করার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলার সব উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে।”