মনপুরায় পুলিশ অ্যাসল্ট মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরায় পুলিশ অ্যাসল্ট মামলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সৈয়দ আহমদের ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির গণমাধ্যমকে জানান, মো. সুজনের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়নার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
উল্লেখ্য, মো. সুজা উদ্দিন সুজন স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার একটি অংশ।