খলিলপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সদর উপজেলার শেরপুর বাজারের রিমি কমিউনিটি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান আহমেদ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, সাফিউর রহমান জুসেফ ও মনসুর আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ সাফিন, সদস্য মুহিবুর রহমান মিন্টু, শেখ জুয়েল আহমেদ, সেজিম আহমেদ, মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার ও মো. মহসিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমেদ প্রমুখ।