মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বগুড়ার দুপচাঁচিয়া প্রেসক্লাব। আজ (১৩ই আগস্ট) বুধবার সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ের সামনে (অফিস মোড়) এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, অর্থ সম্পাদক অসীম কুমার দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মণ্ডল।
এ সময় দুপচাঁচিয়া প্রেসক্লাবের دیگر সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে গোলাম ফারুক বলেন, “এদেশে একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। সেই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি, একাত্তরের মতো বুদ্ধিজীবীদের টার্গেট করে হত্যা বা নির্মমভাবে নির্যাতন করার একটা পাঁয়তারা চলছে। গাজীপুরের ঘটনাটি যেন তারই একটি দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “আমি বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব, এক তুহিনকে হত্যা করে এদেশের গণতন্ত্রকে বিঘ্নিত করা যাবে না। যারা তুহিনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে, তাদের প্রকাশ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিচ্ছি, কোনো সাংবাদিককে হয়রানি বা হত্যা করে তাদের কলম দমিয়ে রাখা যাবে না।”
পরিশেষে তিনি সারা দেশের সকল সাংবাদিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।