সিংগাইরে পোল্ট্রি খামারের দূষণ: অপসারণ ও ‘মামলাবাজ’ মায়ের বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইরে একটি পোল্ট্রি খামারের অসহনীয় দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত হওয়ার অভিযোগে খামারটি অপসারণ এবং এর মালিক ও তার মায়ের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামে এই কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০১৩ সালে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি সোনাটেংরা গ্রামে মুরগির খামারটি স্থাপন করেন। এরপর থেকেই খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। বিশেষ করে, গরমে এবং রোদের সময় এই দুর্গন্ধ আরও ভয়াবহ আকার ধারণ করে, যা এলাকাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।
সোমবার বিকেলে সোনাটেংরা তালিমুল কুরআন হামিদিয়া মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, চান্দহর-সিরাজপুর সড়কের সোনাটেংরা মোড়ে শতাধিক স্থানীয় বাসিন্দা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ঘরে টেকা দায়। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকায় কোনো আচার-অনুষ্ঠানও করা যাচ্ছে না।”
এই দুর্গন্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। দুর্গন্ধের কারণে তাদের প্রায়ই বমি করতে দেখা যায় এবং তারা নানা শারীরিক জটিলতায় ভুগছে বলে জানা গেছে।
বক্তারা জানান, খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই খামারের মালিক নাসির উদ্দিন ও তার মা আনোয়ারার দায়ের করা মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার হয়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আনোয়ারাকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জিয়াছমিন ও আব্দুস ছাত্তার নামে দুজনকে হত্যার অভিযোগও তুলে ধরেন।
এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার খামার মালিককে বিষয়টি জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘদিনেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চান্দহর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নু, স্থানীয় বাসিন্দা শুকুর খান, ছবেদ খান, উসমান মোল্লা, মাওলানা খোরশেদ আলম, মবজেল মোল্লা, দানেছ মোল্লা ও আশ্রব মোল্লা প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ থেকে খামারটি অপসারণসহ অভিযুক্ত নাসির উদ্দিন ও তার মা আনোয়ারার শাস্তি দাবি করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।