খেলাধুলা মাদক ও বিপথগামিতা থেকে যুবকদের রক্ষা করে: অধ্যক্ষ দেলওয়ার হোসাইন

শিকদার শামীম আলমামুন, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালনা করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি মানসিক প্রশান্তি আনে, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং যুবকদের বিপথগামিতা থেকে দূরে রাখে।
বুধবার বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস, সমর্থন আর বাঁশি-ঢাকঢোলের আওয়াজে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
মাওলানা দেলওয়ার হোসাইন আরও বলেন, আজকের যুবসমাজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে মাদকাসক্তি, ইন্টারনেট আসক্তি, সহিংসতা ও বেকারত্ব। এসব সমস্যার শক্তিশালী প্রতিরোধ হতে পারে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াচর্চা। খেলাধুলা মানসিক ও সামাজিক বিকাশে ভূমিকা রাখে, দলগত মনোভাব গড়ে তোলে এবং নেতৃত্বের গুণ বিকাশ ঘটায়।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “তারা এমন সময়ে এই আয়োজন করেছেন, যখন সমাজে মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই, আমাদের যুব সমাজ ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলুক। ভবিষ্যতেও যেন এমন আয়োজনে আমাদের ছেলেমেয়েরা আরও অংশ নিতে পারে, সেই কামনা করছি। আমরা সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মজলিশ খান মাখন, উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ জজকোর্টের জিপি এ্যাডভোকেট আব্দুল আওয়াল খান, উপজেলা জামায়াত নেতা মাওলানা শওকত আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়নের মুখোমুখি হয়। খেলায় ধানকোড়া ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে। টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।