ত্রিশালে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউপি সদস্যদের ডিসি বরাবর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অনিয়ম ও সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইউনিয়নবাসীকে তার হাত থেকে রক্ষা করতে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ত্রিশাল (সদর) ইউনিয়ন পরিষদের ৫ জন পুরুষ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৮ জন মেম্বারের স্বাক্ষর সংবলিত এবং তার চলমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে পরিষদের রেজুলেশনসহ এ অভিযোগ দায়ের করা হয়।
এর আগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাচারিতা, ১০ বছরেরও বেশি সময় একই পরিষদে থাকা, বদলি হলেও তদবির করে পুনরায় একই জায়গায় চলে আসা, প্রকল্প বাস্তবায়ন ছাড়াই বিল উত্তোলন, ভিজিএফ, টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, ওয়ারিশান সনদ, প্রত্যয়ন পত্র, জন্ম-মৃত্যু নিবন্ধনে জনগণকে ভোগান্তি, পরিষদকে আত্মীয়করণ, স্থাবর সম্পত্তি হস্তান্তর করের (১%) টাকা উত্তোলনে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রামীণ সেবা পৌঁছে দেওয়ার জন্য। আমরা আমাদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন করতে পারছি না। এতে জনগণের যেমন ভোগান্তি হচ্ছে তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।