খতমে নবুওয়াত আন্দোলনে ঐক্যের নতুন দিগন্ত: সোহরাওয়ার্দীর মহাসমাবেশকে ঘিরে একাট্টা দুই শীর্ষ সংগঠন

নিজস্ব প্রতিবেদক
খতমে নবুওয়াত আন্দোলনে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছে দেশের শীর্ষ দুটি সংগঠন— খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এবং খতমে নবুওয়াত মুভমেন্ট। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পরিচালিত আন্দোলনকে সমন্বিত ও বেগবান করতে উভয় সংগঠনের এই পদক্ষেপকে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গতকাল (০২ আগস্ট) শনিবার মধুপুরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ কমিটির আমীর, আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব মধুপুর (হাফিজাহুল্লাহ)। খতমে নবুওয়াত মুভমেন্টের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হাসান এবং আমীর মুফতী শুয়াইব ইব্রাহিম (হাফিজাহুল্লাহ)।
বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির যৌক্তিকতা ও তা বাস্তবায়নের কার্যকর কর্মপন্থা নির্ধারণ। দীর্ঘ আলোচনায় নেতৃবৃন্দ একমত হন যে, বিচ্ছিন্ন কর্মসূচির পরিবর্তে ঐক্যবদ্ধ ও সমন্বিত আন্দোলনই এই দাবি আদায়ের মূল শক্তি হবে। উভয় সংগঠনের শীর্ষ নেতারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের এক পর্যায়ে হযরত পীর সাহেব মধুপুর আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য খতমে নবুওয়াত মুভমেন্টের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন।
পীর সাহেব মধুপুরের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে খতমে নবুওয়াত মুভমেন্টের নেতৃবৃন্দ পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৃহত্তর ঐক্যের স্বার্থে তারা ত্যাগের এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করে নিজেদের পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিতের ঐতিহাসিক ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে উপস্থিত সকলে স্বাগত জানান এবং এটিকে খতমে নবুওয়াত আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত মুভমেন্টের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুর্তজা হাসান, মাওলানা আরিফুল ইসলাম এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা আবু ইউসুফসহ উভয় সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই বৈঠকের ফলে খতমে নবুওয়াতের দেশব্যাপী কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। আশা করা হচ্ছে, এই ঐক্যবদ্ধ উদ্যোগ তাদের দীর্ঘদিনের দাবি আদায়ের পথকে আরও সুগম করবে।