বিরুলিয়ায় দুই ইউনিয়নের মানববন্ধন, দাবি ঢাকা-১৯

মো. রবিউল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সংসদীয় আসনের সর্বশেষ পুনর্বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ঢাকা-১৯ আসনেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা।
আজ সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে কয়েকশ এলাকাবাসী হাতে হাত ধরে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনেই থাকতে চাই। আমরা কোনোভাবেই ঢাকা-২ আসনে যেতে চাই না। আমাদেরকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করা হলে জনদুর্ভোগ বাড়বে। আমরা যেহেতু সারা জীবন ঢাকা-১৯ আসনে ছিলাম, ভবিষ্যতেও সেখানেই থাকতে চাই।”
তাঁরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি মানা না হলে এবং ঢাকা-১৯ আসনে বহাল না রাখলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক এবং বিরুলিয়া-বেরিবাঁধ সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের জোর দাবি, এই দুটি ইউনিয়নকে ঢাকা-১৯ আসনেই বহাল রাখা হোক।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক সদস্য সচিব মনিরুল হকসহ আরও অনেকে।