ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নদী ভাঙ্গনের ঝুঁকিতে পীরগঞ্জের মসলন্দপুরের দুটি গ্রাম

আজকের তরুণকণ্ঠ

সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মসলন্দপুর( ৬নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড) টাঙন নদীর তীরে অবস্থিত।যেখানে দুটি গ্রাম বর্তমানে তীব্র নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। টাঙন নদীর পানি প্রবাহ ও তীব্র স্রোতের কারণে প্রতিনিয়ত নদীর পাড় ক্ষয়ে যাচ্ছে, ফলে গ্রামগুলোর বসতভিটা, আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা শচীন চন্দ্র রায় জানান, , “গত কয়েক বছরে বর্ষা মৌসুমে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে অনেক পরিবার তাদের জমি হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। নদীর গা ঘেঁষা বাড়িঘরগুলো যেকোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”

এলাকার মানুষ জানান, “ভাঙন রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া) না হলে অদূর ভবিষ্যতে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ, সিসি ব্লক স্থাপন ও জরুরি ভিত্তিতে ভাঙনরোধী কাজের দাবি জানিয়েছেন তারা।”

মসলন্দপুর স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণই পারে গ্রামগুলোকে রক্ষা করতে, নাহলে এ অঞ্চলের কৃষি ও বসবাস উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি অনিবার্য হয়ে উঠবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৫:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নদী ভাঙ্গনের ঝুঁকিতে পীরগঞ্জের মসলন্দপুরের দুটি গ্রাম

প্রকাশ : ০৫:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মসলন্দপুর( ৬নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড) টাঙন নদীর তীরে অবস্থিত।যেখানে দুটি গ্রাম বর্তমানে তীব্র নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। টাঙন নদীর পানি প্রবাহ ও তীব্র স্রোতের কারণে প্রতিনিয়ত নদীর পাড় ক্ষয়ে যাচ্ছে, ফলে গ্রামগুলোর বসতভিটা, আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা শচীন চন্দ্র রায় জানান, , “গত কয়েক বছরে বর্ষা মৌসুমে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে অনেক পরিবার তাদের জমি হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। নদীর গা ঘেঁষা বাড়িঘরগুলো যেকোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”

এলাকার মানুষ জানান, “ভাঙন রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া) না হলে অদূর ভবিষ্যতে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ, সিসি ব্লক স্থাপন ও জরুরি ভিত্তিতে ভাঙনরোধী কাজের দাবি জানিয়েছেন তারা।”

মসলন্দপুর স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণই পারে গ্রামগুলোকে রক্ষা করতে, নাহলে এ অঞ্চলের কৃষি ও বসবাস উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি অনিবার্য হয়ে উঠবে।