মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর নৃশংস হামলা, কথিত পল্লী চিকিৎসক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ভুল চিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মো. আবুবক্কর সিদ্দিকের ওপর এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত পল্লী চিকিৎসক কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় সাটুরিয়া ইউনিয়নের হান্দুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আবুবক্করকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেমের ভুল চিকিৎসায় এলাকার বেশ কিছু খামারি ক্ষতিগ্রস্ত হন। এ বিষয়ে গত ১ আগস্ট এশিয়ান টেলিভিশনে একটি সচিত্র প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক আবুবক্কর সিদ্দিক। প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন কাশেম।
শনিবার বিকেলে সাংবাদিক আবুবক্কর তার পেশাগত দায়িত্ব পালনের সময় কাশেমের চিকিৎসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রকাশ্যে হেনস্তার হুমকি দেন। এর প্রায় দুই ঘণ্টা পর, কাশেম তার দলবলসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক আবুবক্করের বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. কাশেমকে আটক করেছি। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।