ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন

আজকের তরুণকণ্ঠ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ দেশে নিহত সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করা হয়।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা।

বক্তারা বলেন, “দেশে সাংবাদিকরা একের পর এক হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড এর জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ আজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।”

তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, বাংলা টিভির রেজাউল করিম, ৭১ টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, আই টিভির আব্দুল গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম ও মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীরর কামরুল হাসান, ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিবসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৬:২০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন

প্রকাশ : ০৬:২০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ দেশে নিহত সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করা হয়।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা।

বক্তারা বলেন, “দেশে সাংবাদিকরা একের পর এক হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড এর জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ আজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।”

তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, বাংলা টিভির রেজাউল করিম, ৭১ টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, আই টিভির আব্দুল গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম ও মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীরর কামরুল হাসান, ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিবসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।