দুপচাঁচিয়া যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
১২ই আগস্ট রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় দুপচাঁচিয়া যুবদল অফিসে উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহিম আলী, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান (রুস্তম), ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান।
আরও উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা কাজী ইলিয়াস (কল্লোল), সবুজ শেখ, আব্দুস সালাম, আতিক হাসান।
কৃষক দল নেতা মোখলেসুর রহমান (বাবু), মুকুল হোসেন, মাহবুবুর রহমান (মাফু), আয়াত আলী, মেহেদী হাসান (মিলন), যুবদল নেতা রিপন প্রামাণিক, আল আমিন মন্ডল (সান), জেলা ছাত্রদলের সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক (রাঙ্গা)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গুনাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান, চামরুল ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দুপচাঁচিয়া যুবদলের আহ্বায়ক আফসার আলী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের লক্ষ্য স্পষ্ট করে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন সকল বিভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”
এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত অনেক তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।