আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা অপরিহার্য – খায়রুল হাসান গাজীপুর-৫

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ই আগস্ট) উপজেলা জামায়াতের মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ তাইজুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগরের নায়েবে আমির এবং গাজীপুর-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা অপরিহার্য”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার মোখলেছুর রহমান খান, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা জামায়াত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার যুব সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, পৌরসভা আমির মাওলানা আমীমুল এহসান, তুমুলিয়া ইউনিয়ন সভাপতি মফিজউদ্দিন খান, মোক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ-সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন।