ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ আবু রায়হানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

আজকের তরুণকণ্ঠ

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু রায়হান (রাহিম) সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার দুপচাঁচিয়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৮ আগস্ট, শুক্রবার, জুমার নামাজ শেষে দুপচাঁচিয়া থানা মসজিদে পারিবারিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন।

দোয়া মাহফিলে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুপচাঁচিয়ার সন্তান শহীদ আবু রায়হান (রাহিম) ও শহীদ মনিরসহ দেশের সকল শহীদের জন্য মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানা বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান স্বপন, পৌর যুবদল নেতা কাজী ইলিয়াস (কল্লোল), সবুজ শেখ, আতিক হাসান, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সভাপতি নঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষণ, দপ্তর সম্পাদক আবু তালহা, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও শহীদ রাহিমের ভাই বায়জিদ, পৌর ছাত্রদল নেতা আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া শেষে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা দেশনায়ক তারেক রহমান ও কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করেন।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

শহীদ আবু রায়হানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

প্রকাশ : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু রায়হান (রাহিম) সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার দুপচাঁচিয়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৮ আগস্ট, শুক্রবার, জুমার নামাজ শেষে দুপচাঁচিয়া থানা মসজিদে পারিবারিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন।

দোয়া মাহফিলে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুপচাঁচিয়ার সন্তান শহীদ আবু রায়হান (রাহিম) ও শহীদ মনিরসহ দেশের সকল শহীদের জন্য মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানা বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান স্বপন, পৌর যুবদল নেতা কাজী ইলিয়াস (কল্লোল), সবুজ শেখ, আতিক হাসান, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সভাপতি নঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষণ, দপ্তর সম্পাদক আবু তালহা, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও শহীদ রাহিমের ভাই বায়জিদ, পৌর ছাত্রদল নেতা আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া শেষে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা দেশনায়ক তারেক রহমান ও কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করেন।