ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের বিশাল বিজয় মিছিল ও সমাবেশ

আজকের তরুণকণ্ঠ

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বিজয় উল্লাস আর নতুন দিনের স্বপ্নে মুখরিত বগুড়ার দুপচাঁচিয়া। স্বৈরাচারী সরকারের পতনের পর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশ ও বিজয় মিছিলে ঢল নামে হাজারো নেতাকর্মীর। মিছিলে প্রকম্পিত স্লোগানে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফছার আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন জনাব আফছার আলী।
বক্তব্যের শুরুতে তিনি ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুপচাঁচিয়ার শহীদ মনির আবু রায়হান রহিমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তির নিঃশ্বাস নিচ্ছি, সেই বীর শহীদদের আমরা কখনো ভুলব না। স্মরণ করছি জুলাইয়ের সেই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী অগণিত ভাইবোনদের।”

গগনবিদারী করতালির মধ্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা আর সেই দুঃশাসনের দিনগুলোতে ফিরে যেতে চাই না। গত ১৬ বছরের দমন-পীড়ন, মামলা-হামলা, গুম-খুন আর ক্রসফায়ারের বিভীষিকা থেকে আমরা মুক্তি চাই। বছরের পর বছর আমরা বাড়িছাড়া ছিলাম, নিজেদের সন্তানদের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। সেই অন্ধকার যুগে আমরা আর ফিরব না।”

আগামী দিনের লক্ষ্য স্পষ্ট করে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সকল বিভেদ ভুলে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

এই বিজয় সমাবেশে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক ও ইব্রাহিম আলী, যুবদলের জাহিদ হোসেন রুস্তম, কাজী ইলিয়াস হোসেন, কল্লোল, সবুজ শেখ, ইকবাল হোসেন হিরো, সোহেল রানা, আব্দুস সালাম এবং রিপন প্রামাণিক, কৃষক দলের আয়াত আলী, মোকলেছুর রহমান বাবু, মাহবুবুর রহমান মাফু এবং মুকুল হোসেন, ছাত্রদলের- এহসানুল হক রাঙা এবং মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৫:৩৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের বিশাল বিজয় মিছিল ও সমাবেশ

প্রকাশ : ০৫:৩৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বিজয় উল্লাস আর নতুন দিনের স্বপ্নে মুখরিত বগুড়ার দুপচাঁচিয়া। স্বৈরাচারী সরকারের পতনের পর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশ ও বিজয় মিছিলে ঢল নামে হাজারো নেতাকর্মীর। মিছিলে প্রকম্পিত স্লোগানে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফছার আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন জনাব আফছার আলী।
বক্তব্যের শুরুতে তিনি ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুপচাঁচিয়ার শহীদ মনির আবু রায়হান রহিমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তির নিঃশ্বাস নিচ্ছি, সেই বীর শহীদদের আমরা কখনো ভুলব না। স্মরণ করছি জুলাইয়ের সেই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী অগণিত ভাইবোনদের।”

গগনবিদারী করতালির মধ্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা আর সেই দুঃশাসনের দিনগুলোতে ফিরে যেতে চাই না। গত ১৬ বছরের দমন-পীড়ন, মামলা-হামলা, গুম-খুন আর ক্রসফায়ারের বিভীষিকা থেকে আমরা মুক্তি চাই। বছরের পর বছর আমরা বাড়িছাড়া ছিলাম, নিজেদের সন্তানদের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। সেই অন্ধকার যুগে আমরা আর ফিরব না।”

আগামী দিনের লক্ষ্য স্পষ্ট করে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সকল বিভেদ ভুলে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

এই বিজয় সমাবেশে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক ও ইব্রাহিম আলী, যুবদলের জাহিদ হোসেন রুস্তম, কাজী ইলিয়াস হোসেন, কল্লোল, সবুজ শেখ, ইকবাল হোসেন হিরো, সোহেল রানা, আব্দুস সালাম এবং রিপন প্রামাণিক, কৃষক দলের আয়াত আলী, মোকলেছুর রহমান বাবু, মাহবুবুর রহমান মাফু এবং মুকুল হোসেন, ছাত্রদলের- এহসানুল হক রাঙা এবং মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।