দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ পার্কিং ও উচ্ছেদের ও জরিমানা মোহাম্মদ আনিসুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

মোহাম্মদ আনিসুর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেছেন। বুধবার বিকাল ৫টায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী।
অভিযানকালে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রামের বাসিন্দা মো. আইজুল ইসলাম (৪৫) তার অটোবাইকটি নির্ধারিত স্ট্যান্ডে পার্কিং না করে সিও অফিস মোড়ে রাস্তার উপর দাঁড় করিয়ে রেখেছেন, যা যানজট সৃষ্টি করছিল। এই অপরাধে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
একইভাবে, রাস্তার পাশে অটো ভ্যান দাঁড় করিয়ে রাখায় কাহালু উপজেলার কাজী পাড়া গ্রামের মোহাম্মদ সিজানকে (২০) ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও, অবৈধভাবে মালামাল রেখে রাস্তা দখল করার অভিযোগে আরও দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তারা হলেন দুপচাঁচিয়া উপজেলার ছোট ধাপ গ্রামের আলাউদ্দিন (৪৫) এবং দাশড়া গ্রামের বেলাল হোসেন (৫৫)। তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানদার তাদের মালামাল তড়িঘড়ি করে সরিয়ে নিয়ে পালিয়ে যান। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া চেয়ার, টেবিল, মোড়া এবং অন্যান্য সামগ্রী জব্দ করে পৌরসভার হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ দখলদারিত্ব চলছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের এই কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।