সিংগাইরে তিয়ানশি অফিসে অভিযান, গ্রেফতার ২*

সিংগাইর প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে এমএলএম কোম্পানি তিয়ানশির অফিসে অভিযান চালিয়ে একজন ডিস্ট্রিবিউটর ও একজন মার্কেটিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এসময় অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের ওষুধ ও পণ্য জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার থানা রোডের খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তিয়ানশির ডিস্ট্রিবিউটর মো. সোহেল রানা ও মার্কেটিং অফিসার মো. ওবায়দুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, তিয়ানশি বাংলাদেশ ওই অফিসে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন মো. ওবায়দুল ইসলাম ও মো. সোহেল রানাসহ কয়েকজন। তবে তাদের কোনো প্রকার চিকিৎসা সনদ বা নিবন্ধন নেই। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অফিসে তারা ক্যান্সার, হৃদরোগ, কিডনিজনিত রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করত। তারা নামী-দামী কোম্পানির ওষুধের চেয়ে প্রায় চার-পাঁচ গুণ বেশি দামে গ্রাহকদের ধোঁকা দিয়ে নিজেদের পণ্য বিক্রি করত। এছাড়া তারা নিষিদ্ধ এমএলএম ব্যবসার প্রসার ও প্রচার করছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ জানান, “অনেক মানুষ রোগ নিয়ে এখানে আসে। তারা এখান থেকে অনুমোদনহীন বিদেশি ওষুধ দিয়ে দেয়, অথচ তাদের নিজেদেরও কোনো অনুমোদন নেই। তারা ডাক্তার না হয়েও রোগ নির্ণয়সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেয়। তাদের অপরাধের মাত্রা অনেক গভীর। তাই আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করব। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”