মনপুরায় টিনের চালা কেটে দোকানে দুর্ধর্ষ চুরি

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা:
ভোলার মনপুরায় টিনের চালা কেটে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙে চোরেরা নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিক সিরাজ পালোয়ান। তবে কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ঘটনায় মনপুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কোনো এক সময় উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজারের ‘মেসার্স জনতা স্টোর অ্যান্ড ওয়ার্কশপ’-এ এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক ও মনপুরা উপজেলা বিএনপি-র সহ-সভাপতি সিরাজ পালোয়ান বলেন, “শনিবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তাই রাত ১০টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন সকালে কর্মচারী দোকান খুলে ভেতরে ঢুকে দেখে যে, ঘরের টিনের চাল কাঁচি দিয়ে কাটা। সে আমাকে ফোন করলে আমি দ্রুত এসে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং ক্যাশবাক্স ভাঙা। চোরেরা আমার নগদ ২ লাখ টাকা এবং মানুষের আমানত হিসেবে রাখা ৪ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা নিয়ে গেছে। এছাড়াও দোকান থেকে নতুন মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা যারা নেতৃস্থানীয়, আমাদের সাথেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ নয়। এতে মনপুরার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। আমি মনপুরা প্রশাসনের কাছে সজাগ দৃষ্টি রাখা এবং যথাযথ আইন প্রয়োগের জন্য জোর দাবি জানাচ্ছি।”
এছাড়াও, একই রাতে মনপুরার শিকদার এলাকায় মন্নান নামের এক ব্যক্তির বাড়িতে নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে সবাইকে অচেতন করে ঘর থেকে প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্র। এ ঘটনায় মনপুরার ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, “চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রযুক্তি ব্যবহার করে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”