ভূমদক্ষিণ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ভূমদক্ষিণ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ইয়াং স্টার ক্লাব ও সিকদার বাড়ি একাদশ।
রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত সময়ে সিকদার বাড়ি একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে ইয়াং স্টার ক্লাব।
ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মো. আনছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মো. ইদ্রিস আলী এবং খেলা উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান রনি।
মো. লিটন শেখ ও মো. শাহিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সৌদি প্রবাসী আসাদুজ্জামান আসাদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই খেলায় আরও উপস্থিত ছিলেন—আব্দুল মালেক প্রামানিক, মো. আবুল হোসেন, মো. দ্বিন ইসলাম, মো. এরশাদ খান, দলিল লেখক মো. মুরছালিন হোসেন হৃদয়, আহাদনুর হোসেন দোয়াত, মো. সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠে পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতি খেলাকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. সোহেল রানা এবং সহকারী রেফারি ছিলেন মো. সাব্বির হোসেন ও মো. আসিফ মাহমুদ। [১]