সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দুপচাঁচিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
গত ১৫ই আগস্ট, শুক্রবার, বিকাল ৫টায় দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফসার আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদুর রহমান চৌম্বক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ ও ইব্রাহিম আলী। এছাড়াও উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান (রুস্তম), পৌর যুবদল নেতা কাজী ইলিয়াস (কল্লোল), সবুজ শেখ, আব্দুস সালাম, আতিক হাসান; কৃষক দল নেতা মোখলেছুর রহমান (বাবু), মুকুল হোসেন, মাহবুবুর রহমান (মাফু), আয়াত আলী, মেহেদী হাসান (মিলন); যুবদল নেতা রিপন প্রামাণিক, ইকবাল হোসেন (হিরু), আল আমিন মণ্ডল (সান), আনিসুর রহমান, হুমায়ুন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বগুড়া জেলা ছাত্রদলের সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক (রাঙ্গা), গুনাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আলী, চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।