ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলি হামলা: সেনাপ্রধানসহ শীর্ষ তিন কমান্ডার নিহত

আজকের তরুণকণ্ঠ

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুধুমাত্র সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা।

এদিকে, তেহরানে আইআরজিসির সদর দপ্তরেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত বিপ্লবী গার্ডের সদর দপ্তর থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে জানিয়েছে, তাদের ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি (AFP) এক প্রতিবেদনে জানায়, ইরানের ওপর এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের তেল শোধনাগার বা ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি। তারা আরও জানায়, দেশের সর্বত্র জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৬:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইরানে ইসরায়েলি হামলা: সেনাপ্রধানসহ শীর্ষ তিন কমান্ডার নিহত

প্রকাশ : ০৬:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুধুমাত্র সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা।

এদিকে, তেহরানে আইআরজিসির সদর দপ্তরেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত বিপ্লবী গার্ডের সদর দপ্তর থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে জানিয়েছে, তাদের ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি (AFP) এক প্রতিবেদনে জানায়, ইরানের ওপর এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের তেল শোধনাগার বা ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি। তারা আরও জানায়, দেশের সর্বত্র জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।