ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্প; কাঁপতে থাকা অপারেশন থিয়েটারেই সম্পন্ন হলো অস্ত্রোপচার

আজকের তরুণকণ্ঠ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে যখন থরথর করে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার, তখনও নিজেদের কর্তব্যে অবিচল ছিলেন একদল চিকিৎসক। নিজেদের সুরক্ষার কথা না ভেবে, তাঁরা শান্তভাবে রোগীর অস্ত্রোপচার চালিয়ে গেছেন এবং সফলভাবে তা সম্পন্ন করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করার সময় হঠাৎই ভয়াবহ ভূমিকম্প শুরু হয়। ঘরের দেয়াল, ছাদ ও যন্ত্রপাতি প্রচণ্ডভাবে কাঁপতে থাকলেও চিকিৎসকরা ছিলেন শান্ত ও অবিচল। তাঁরা কোনো রকম আতঙ্ক প্রকাশ না করে পুরো মনোযোগ রোগীর নিরাপত্তার দিকেই রাখেন।

আরটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার একটির মাত্রা ছিল ৬.৯ এবং অন্যটি ৬.৩।

ভূমিকম্পের মূল আঘাতটি যখন আসে, তখন চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন। সেই কঠিন মুহূর্তেও তাঁরা থেমে যাননি, বরং ঠান্ডা মাথায় কাজটি চালিয়ে গেছেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত।

কর্তব্যের প্রতি এমন নিষ্ঠা এবং প্রতিকূল পরিস্থিতিতে অসীম সাহসিকতার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন এই চিকিৎসকরা।

সূত্র: আরটি (রাশিয়ান টেলিভিশন)

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

শক্তিশালী ভূমিকম্প; কাঁপতে থাকা অপারেশন থিয়েটারেই সম্পন্ন হলো অস্ত্রোপচার

প্রকাশ : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে যখন থরথর করে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার, তখনও নিজেদের কর্তব্যে অবিচল ছিলেন একদল চিকিৎসক। নিজেদের সুরক্ষার কথা না ভেবে, তাঁরা শান্তভাবে রোগীর অস্ত্রোপচার চালিয়ে গেছেন এবং সফলভাবে তা সম্পন্ন করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করার সময় হঠাৎই ভয়াবহ ভূমিকম্প শুরু হয়। ঘরের দেয়াল, ছাদ ও যন্ত্রপাতি প্রচণ্ডভাবে কাঁপতে থাকলেও চিকিৎসকরা ছিলেন শান্ত ও অবিচল। তাঁরা কোনো রকম আতঙ্ক প্রকাশ না করে পুরো মনোযোগ রোগীর নিরাপত্তার দিকেই রাখেন।

আরটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার একটির মাত্রা ছিল ৬.৯ এবং অন্যটি ৬.৩।

ভূমিকম্পের মূল আঘাতটি যখন আসে, তখন চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন। সেই কঠিন মুহূর্তেও তাঁরা থেমে যাননি, বরং ঠান্ডা মাথায় কাজটি চালিয়ে গেছেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত।

কর্তব্যের প্রতি এমন নিষ্ঠা এবং প্রতিকূল পরিস্থিতিতে অসীম সাহসিকতার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন এই চিকিৎসকরা।

সূত্র: আরটি (রাশিয়ান টেলিভিশন)