পবিত্র নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মুসলিমদের পবিত্র নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ (Healthy City) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। কঠোর মানদণ্ড পূরণ করে এবং ৮০ পয়েন্ট অর্জন করে শহরটি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।
সম্প্রতি সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এক জমকালো অনুষ্ঠানে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানের হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল।
এই অর্জনকে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেছেন যুবরাজ সালমান। তিনি বলেন, এই স্বীকৃতি সৌদির ‘ভিশন ২০৩০’ লক্ষ্যের অংশ এবং মদিনাকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে প্রতিষ্ঠা করবে।
এই স্বীকৃতির মাধ্যমে জেদ্দার পর মদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করল।
ডব্লিউএইচও-এর ‘স্বাস্থ্যকর শহর’-এর অনুমোদন পেতে একটি শহরকে মোট ৮০টি কঠোর মানদণ্ড পূরণ করতে হয়। মদিনা এই সবগুলো শর্ত সফলভাবে পূরণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
✅ পর্যাপ্ত পার্ক ও সবুজ স্থান তৈরি। ✅ নাগরিকদের জন্য হাঁটার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো। ✅ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবার প্রচার ও সহজলভ্যতা। ✅ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা।
সৌদি আরবের সাফল্য
মদিনা ছাড়াও সৌদি আরবের আরও ১৪টি শহরকে ডব্লিউএইচও ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরগুলো হলো- তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা, শরুরাহ।
এই সাফল্য সৌদি আরবের নগর উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।