ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় জাসাসের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজকের তরুণকণ্ঠ

মোহাম্মদ আনিসুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

দুপচাঁচিয়ায় যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দুপচাঁচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পশ্চিম আলোহালী মাদ্রাসা মাঠে এই জমজমাট আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে পশ্চিম আলোহালী একাদশ ও দামিয়াপাড়া একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, যা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের যুবসমাজ মোবাইল ফোন, অনলাইন গেমস ও বিভিন্ন ধরনের ডিজিটাল আসক্তিতে ডুবে যাচ্ছে। তাদেরকে এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে মাঠে সক্রিয় রাখতেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি বাবু আকন্দ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, মোহাম্মদ মনসুর আলী, এমদাদুল হক, তৌহিদ প্রামাণিক, মো. জনি, উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক, ৯নং ওয়ার্ডের সদস্য ইউনুস আলী, মো. সোহাগ আহমেদ, মো. তুষার আকন্দসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে তিনি আয়োজনে অংশগ্রহণকারী ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

দুপচাঁচিয়ায় জাসাসের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

মোহাম্মদ আনিসুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

দুপচাঁচিয়ায় যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দুপচাঁচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পশ্চিম আলোহালী মাদ্রাসা মাঠে এই জমজমাট আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে পশ্চিম আলোহালী একাদশ ও দামিয়াপাড়া একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, যা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের যুবসমাজ মোবাইল ফোন, অনলাইন গেমস ও বিভিন্ন ধরনের ডিজিটাল আসক্তিতে ডুবে যাচ্ছে। তাদেরকে এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে মাঠে সক্রিয় রাখতেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি বাবু আকন্দ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, মোহাম্মদ মনসুর আলী, এমদাদুল হক, তৌহিদ প্রামাণিক, মো. জনি, উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক, ৯নং ওয়ার্ডের সদস্য ইউনুস আলী, মো. সোহাগ আহমেদ, মো. তুষার আকন্দসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে তিনি আয়োজনে অংশগ্রহণকারী ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।