ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুড়িকাঘাতে হত্যা

আজকের তরুণকণ্ঠ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুবেল আহমদ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার পার্কে প্রকাশ্যে ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়াও নিহত হন। সেই রেশ কাটতে না কাটতে এ ধরনের আরেকটি হত্যাকান্ড ঘটে গেলো। ঘটনাগুলো শহরের জননিরাপত্তা বিঘ্নিত ও জনজীবনে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের জনমনে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বিষয়টি সাধারণ ভাবে প্রশ্ন!

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

মৌলভীবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুড়িকাঘাতে হত্যা

প্রকাশ : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুবেল আহমদ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার পার্কে প্রকাশ্যে ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়াও নিহত হন। সেই রেশ কাটতে না কাটতে এ ধরনের আরেকটি হত্যাকান্ড ঘটে গেলো। ঘটনাগুলো শহরের জননিরাপত্তা বিঘ্নিত ও জনজীবনে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের জনমনে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বিষয়টি সাধারণ ভাবে প্রশ্ন!