ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

আজকের তরুণকণ্ঠ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা না হলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রটির দাবি, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৫ আগস্ট কালো ফানুস ওড়ানোর পরিকল্পনার খবরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

সাধারণত বর্ষবরণ বা থার্টি ফার্স্ট নাইটের মতো উৎসবগুলোতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রায়ই তা উপেক্ষা করা হয়। অতীতে ফানুস থেকে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে: বসতবাড়ি ও দোকানে আগুন লাগার ঘটনা, ফানুস উড়াতে গিয়ে মানুষের দগ্ধ হওয়া, মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস আটকে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়া।

উল্লেখ্য, ফানুস ও আতশবাজির বিপদ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে একটি রুলও জারি করা হয়। ডিএমপি কমিশনার নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

প্রকাশ : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা না হলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রটির দাবি, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৫ আগস্ট কালো ফানুস ওড়ানোর পরিকল্পনার খবরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

সাধারণত বর্ষবরণ বা থার্টি ফার্স্ট নাইটের মতো উৎসবগুলোতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রায়ই তা উপেক্ষা করা হয়। অতীতে ফানুস থেকে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে: বসতবাড়ি ও দোকানে আগুন লাগার ঘটনা, ফানুস উড়াতে গিয়ে মানুষের দগ্ধ হওয়া, মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস আটকে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়া।

উল্লেখ্য, ফানুস ও আতশবাজির বিপদ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে একটি রুলও জারি করা হয়। ডিএমপি কমিশনার নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।