ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অবৈধ পার্কিংয়ের দায়ে অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ

আজকের তরুণকণ্ঠ

মানিকগঞ্জ শহরে যানজট নিরসনে এবং শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল হামিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করা অর্ধশতাধিক মোটরসাইকেল শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরবর্তীতে সেগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে ‘অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতার মামলা’ দেওয়া হয়। যেসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি, সেগুলো ডাম্পিং করে জব্দ করা হয়েছে।

জানা গেছে, মানিকগঞ্জ শহরের অধিকাংশ মার্কেট অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং সেগুলোতে যানবাহনের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। এর ফলে ক্রেতারা যত্রতত্র তাদের যানবাহন পার্ক করে বিপণি বিতানগুলোতে প্রবেশ করে। এতে প্রতিনিয়ত যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে। শহরবাসীকে প্রতিনিয়ত এই যানজট এবং বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

এ বিষয়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ বলেন, “প্রকাশ্য রাস্তার উপর যানবাহন রেখে কিছু যানবাহনের মালিক যানবাহনের কাছে থাকে না। এতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।” তিনি আরও জানান যে, শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৬:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

মানিকগঞ্জে অবৈধ পার্কিংয়ের দায়ে অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ

প্রকাশ : ০৬:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

মানিকগঞ্জ শহরে যানজট নিরসনে এবং শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল হামিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করা অর্ধশতাধিক মোটরসাইকেল শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরবর্তীতে সেগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে ‘অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতার মামলা’ দেওয়া হয়। যেসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি, সেগুলো ডাম্পিং করে জব্দ করা হয়েছে।

জানা গেছে, মানিকগঞ্জ শহরের অধিকাংশ মার্কেট অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং সেগুলোতে যানবাহনের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। এর ফলে ক্রেতারা যত্রতত্র তাদের যানবাহন পার্ক করে বিপণি বিতানগুলোতে প্রবেশ করে। এতে প্রতিনিয়ত যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে। শহরবাসীকে প্রতিনিয়ত এই যানজট এবং বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

এ বিষয়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ বলেন, “প্রকাশ্য রাস্তার উপর যানবাহন রেখে কিছু যানবাহনের মালিক যানবাহনের কাছে থাকে না। এতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।” তিনি আরও জানান যে, শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।