ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-৩ নং সংসদীয় আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

আজকের তরুণকণ্ঠ

ঈদুল আজহার পরবর্তী মানিকগঞ্জ -৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনের নেতৃত্বে প্রায় দু’শো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ জুন) দিন ব্যাপী এ কর্মসূচি কর্মসূচি সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকা থেকে শুরু করে শতশত নেতা-কর্মী সমর্থকদের সতঃস্ফুর্ত অংশগ্রহণের বহরটি পর্যায়ক্রমে সাটুরিয়া উপজেলা সদর সহ সবগুলো ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনসমাগম ঘুরে মানিকগঞ্জ সদর উত্তরাঞ্চল প্রদক্ষিণ শেষে পৌর এলাকায় শহীদ তিতুমীর একাডেমী মাঠে গিয়ে সমাবেশ করে। এতে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় মাওলানা দেলাওয়ার হোসাইন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বৈষম্য মুক্ত একটি মানবিক, কল্যানকামী আদর্শ সরকার ব্যবস্থা কায়েম করে উন্নত রাষ্ট্র গড়ার জন্য সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। উপযুক্ত জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না। তাই আগামী নির্বাচনে যার যার জায়গা থেকে প্রয়োজনীয় দায়িত্ব পালন করার আহবান জানান।

উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ ৩-নং আসন নির্বাচন পরিচালক প্রকৌশলী মুসলেহ উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা আমীর মুঃ আবু সাঈদ বিএসসি, মানিকগঞ্জ সদর উপজেলা আমীর মুঃ ফজলুল হক, সাটুরিয়া উপজেলা নায়েবে আমীর মুঃ হারুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, মাওলানা শওকত আলী, ছাত্রনেতা মো. মনিরুজ্জামান, যুবনেতা মো: সোহরাব হোসেন, শ্রমিক নেতা মাসুম বিল্লাহ মাসুদ প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

মানিকগঞ্জ-৩ নং সংসদীয় আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

প্রকাশ : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

ঈদুল আজহার পরবর্তী মানিকগঞ্জ -৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনের নেতৃত্বে প্রায় দু’শো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ জুন) দিন ব্যাপী এ কর্মসূচি কর্মসূচি সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকা থেকে শুরু করে শতশত নেতা-কর্মী সমর্থকদের সতঃস্ফুর্ত অংশগ্রহণের বহরটি পর্যায়ক্রমে সাটুরিয়া উপজেলা সদর সহ সবগুলো ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনসমাগম ঘুরে মানিকগঞ্জ সদর উত্তরাঞ্চল প্রদক্ষিণ শেষে পৌর এলাকায় শহীদ তিতুমীর একাডেমী মাঠে গিয়ে সমাবেশ করে। এতে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় মাওলানা দেলাওয়ার হোসাইন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বৈষম্য মুক্ত একটি মানবিক, কল্যানকামী আদর্শ সরকার ব্যবস্থা কায়েম করে উন্নত রাষ্ট্র গড়ার জন্য সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। উপযুক্ত জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না। তাই আগামী নির্বাচনে যার যার জায়গা থেকে প্রয়োজনীয় দায়িত্ব পালন করার আহবান জানান।

উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ ৩-নং আসন নির্বাচন পরিচালক প্রকৌশলী মুসলেহ উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা আমীর মুঃ আবু সাঈদ বিএসসি, মানিকগঞ্জ সদর উপজেলা আমীর মুঃ ফজলুল হক, সাটুরিয়া উপজেলা নায়েবে আমীর মুঃ হারুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, মাওলানা শওকত আলী, ছাত্রনেতা মো. মনিরুজ্জামান, যুবনেতা মো: সোহরাব হোসেন, শ্রমিক নেতা মাসুম বিল্লাহ মাসুদ প্রমুখ।