ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে নাগেশ্বরী নদের পাড় থেকে মরদেহের উদ্ধার

আজকের তরুণকণ্ঠ

মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর তরফদার বাড়ীর গোঁফেরঘাট বড় জঙ্গলে নাগেশ্বরী নদের ধারে জনমানবহীন গহীন জঙ্গলে একদল শিশু গাছ থেকে ফল কুড়াতে গিয়ে তাদের চোখে পড়ে একটি নিথর দেহ। ভয়ে শিশুরা চিৎকার শুরু করলে এলাকাবাসীর নজরে আসে ওখানে পরে আছে একটি ধর বিহীন দেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মঙ্গলবার মাথা বিহীন দেহ উদ্ধার করে।

বিষয়টি প্রকাশ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি টিম। ঘটনাস্থলের পাশ থেকে একটি সেন্ডেল, গাছে ঝুলানো একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ধর বিহীন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় একদিকে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপরদিকে একই এলাকার ছলিমপুর দক্ষিন গ্রামের রাকিব হোসেন (১৪) এর পরিবারে চলছে উৎকণ্ঠা। গত তিনদিন পূর্বে মানসিকভাবে অসুস্থ্য রাকিব নিখোঁজ হওয়ার পর তার সন্ধ্যান আর পাওয়া যায়নি। নিখোঁজ রাকিব ছলিমপুর দক্ষিণপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

রাকিবের পরিবার জানায়, গত শনিবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাকিব। সামনে ঈদ এবং পাশেই বিবৎস মরদেহের সন্ধ্যান পাওয়ায় তারা উৎকণ্ঠায় রয়েছে। সন্ধান পাওয়া মরদেহটি নিখোঁজ রাকিবের হতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাকিবের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় ফারুক, রফিকুল, তোফাজ্জল সহ অনেকে জানান, নাগেশ্বরী নদের ধারের জন মানুষহীন গহীন জঙ্গলে একদল শিশু গাছ থেকে ফল কুড়াতে গেলে তাদের চোখে পড়ে মরদেহটি। এতে তারা ভয় পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ বলেন, ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদ জানান, ‘মরদেহটি আংশিক পচে গেছে। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৫:২২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

ময়মনসিংহে নাগেশ্বরী নদের পাড় থেকে মরদেহের উদ্ধার

প্রকাশ : ০৫:২২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর তরফদার বাড়ীর গোঁফেরঘাট বড় জঙ্গলে নাগেশ্বরী নদের ধারে জনমানবহীন গহীন জঙ্গলে একদল শিশু গাছ থেকে ফল কুড়াতে গিয়ে তাদের চোখে পড়ে একটি নিথর দেহ। ভয়ে শিশুরা চিৎকার শুরু করলে এলাকাবাসীর নজরে আসে ওখানে পরে আছে একটি ধর বিহীন দেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মঙ্গলবার মাথা বিহীন দেহ উদ্ধার করে।

বিষয়টি প্রকাশ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি টিম। ঘটনাস্থলের পাশ থেকে একটি সেন্ডেল, গাছে ঝুলানো একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ধর বিহীন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় একদিকে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপরদিকে একই এলাকার ছলিমপুর দক্ষিন গ্রামের রাকিব হোসেন (১৪) এর পরিবারে চলছে উৎকণ্ঠা। গত তিনদিন পূর্বে মানসিকভাবে অসুস্থ্য রাকিব নিখোঁজ হওয়ার পর তার সন্ধ্যান আর পাওয়া যায়নি। নিখোঁজ রাকিব ছলিমপুর দক্ষিণপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

রাকিবের পরিবার জানায়, গত শনিবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাকিব। সামনে ঈদ এবং পাশেই বিবৎস মরদেহের সন্ধ্যান পাওয়ায় তারা উৎকণ্ঠায় রয়েছে। সন্ধান পাওয়া মরদেহটি নিখোঁজ রাকিবের হতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাকিবের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় ফারুক, রফিকুল, তোফাজ্জল সহ অনেকে জানান, নাগেশ্বরী নদের ধারের জন মানুষহীন গহীন জঙ্গলে একদল শিশু গাছ থেকে ফল কুড়াতে গেলে তাদের চোখে পড়ে মরদেহটি। এতে তারা ভয় পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ বলেন, ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদ জানান, ‘মরদেহটি আংশিক পচে গেছে। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।