ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরামের মাসিক সহায়তা কর্মসূচি উদ্বোধন

আজকের তরুণকণ্ঠ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের ভাষা শহীদদের পরিবারের মতো, ২০১৩ সালের শাপলা গণহত্যাকান্ডে শাহাদাতবরণকারীদের পরিবারের জন্যও রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি স্থাপনকারী এই শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে আয়োজিত ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে গঠিত এই ফোরামের লক্ষ্য, শাপলার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের নিয়মিত মাসিক সহায়তা প্রদান করা।

মাওলানা মামুনুল হক আরও উল্লেখ করেন, “শাপলার এই অবিনাশী চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ তৈরি করা এবং অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো শাপলা স্মৃতি সংসদের ধারাবাহিক কার্যক্রমের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে বেশ কয়েকটি শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ শুরু থেকেই আহত ও শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরালোভাবে চলবে, ইনশাল্লাহ।

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৩:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরামের মাসিক সহায়তা কর্মসূচি উদ্বোধন

প্রকাশ : ০৩:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের ভাষা শহীদদের পরিবারের মতো, ২০১৩ সালের শাপলা গণহত্যাকান্ডে শাহাদাতবরণকারীদের পরিবারের জন্যও রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি স্থাপনকারী এই শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে আয়োজিত ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে গঠিত এই ফোরামের লক্ষ্য, শাপলার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের নিয়মিত মাসিক সহায়তা প্রদান করা।

মাওলানা মামুনুল হক আরও উল্লেখ করেন, “শাপলার এই অবিনাশী চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ তৈরি করা এবং অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো শাপলা স্মৃতি সংসদের ধারাবাহিক কার্যক্রমের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে বেশ কয়েকটি শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ শুরু থেকেই আহত ও শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরালোভাবে চলবে, ইনশাল্লাহ।