ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ‘ঢাকার ডাক’ পত্রিকার প্রতিনিধির ওপর অতর্কিত হামলা

আজকের তরুণকণ্ঠ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ‘ঢাকার ডাক’ পত্রিকার প্রতিনিধি জাকারিয়া আল মামুন। তিনি গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জের জামালপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল ও ফাহিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁর ওপর হামলা চালায়। ঘটনায় জাকারিয়া আল মামুন গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষ এই নৃশংস এবং কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, সংগঠনের সভাপতি এইচ.আর. হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর ও সিনিয়র সহ-সভাপতি কে.আর. খান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন—অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না; দ্রুত কড়াকড়ি নিশ্চিত করতে হবে।

গতকালের এই ঘটনায় গাজীপুর জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে। স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন—এই ঘটনার দ্রুত এবং ন্যায়সঙ্গত অনুসন্ধান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে ‘ঢাকার ডাক’ পত্রিকার প্রতিনিধির ওপর অতর্কিত হামলা

প্রকাশ : ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ‘ঢাকার ডাক’ পত্রিকার প্রতিনিধি জাকারিয়া আল মামুন। তিনি গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জের জামালপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল ও ফাহিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁর ওপর হামলা চালায়। ঘটনায় জাকারিয়া আল মামুন গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষ এই নৃশংস এবং কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, সংগঠনের সভাপতি এইচ.আর. হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর ও সিনিয়র সহ-সভাপতি কে.আর. খান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন—অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না; দ্রুত কড়াকড়ি নিশ্চিত করতে হবে।

গতকালের এই ঘটনায় গাজীপুর জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে। স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন—এই ঘটনার দ্রুত এবং ন্যায়সঙ্গত অনুসন্ধান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।