ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পুলিশের জালে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার-১

আজকের তরুণকণ্ঠ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় একটি দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোড়া ৭টার সময় উপজেলার ৩ নং সদর ইউপির অন্তর্গত উত্তরসুর সাকিনস্থ কয়ছর হাজী মার্কেটের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জআঞ্চলিক মহাসড়কের রাস্তায় চেকপোস্ট চলাকালে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী ভারতীয় মদসহ ১জনকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার সিন্দুরখান ইউপির হুগলিয়ার খিলাগাঁও গ্ৰামের আজিম মোল্লার ছেলে মো. হাবিব উল্ল্যাহ (৩২) নামে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ভারতীয় (ক) ২৪(চব্বিশ) বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ (এগার) বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) (এগারো) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ (ছয়চল্লিশ) বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা (উনসত্তর হাজার) উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে পুলিশের জালে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার-১

প্রকাশ : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় একটি দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোড়া ৭টার সময় উপজেলার ৩ নং সদর ইউপির অন্তর্গত উত্তরসুর সাকিনস্থ কয়ছর হাজী মার্কেটের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জআঞ্চলিক মহাসড়কের রাস্তায় চেকপোস্ট চলাকালে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী ভারতীয় মদসহ ১জনকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার সিন্দুরখান ইউপির হুগলিয়ার খিলাগাঁও গ্ৰামের আজিম মোল্লার ছেলে মো. হাবিব উল্ল্যাহ (৩২) নামে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ভারতীয় (ক) ২৪(চব্বিশ) বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ (এগার) বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) (এগারো) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ (ছয়চল্লিশ) বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা (উনসত্তর হাজার) উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।