দুপচাঁচিয়ায় ট্রাফিক পুলিশের অভিযানে কাগজপত্রবিহীন ৫০ মোটরসাইকেল আটক

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা প্রশাসনের নির্দেশে দুপচাঁচিয়ায় ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড এবং সিও অফিস এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও সহকারী ট্রাফিক ইন্সপেক্টর (এটিআই)। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এই অভিযানে আটক করা মোটরসাইকেলগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না। অধিকাংশ গাড়িতেই ছিল না নম্বর প্লেট এবং সেগুলোতে ‘অন টেস্ট’ লেখা পাওয়া যায়। এসব কারণে সংশ্লিষ্ট মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসময় বগুড়া জেলার ট্রাফিক পুলিশের টিআই জনাব হান্নান, টিএসআই আতিকুর রহমানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটককৃত প্রায় ৫০টি মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় পাঠানো হয়েছে।