ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ও সন্ত্রাসীদের ৩০ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে — জনতার দল

আজকের তরুণকণ্ঠ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক:

জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল চৌধুরী বলেছেন, “ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তারা পরাজিত হয়েছে। আমাদের দেশে প্রায় ১০ বছর পরপর একটি রাজনৈতিক দল আসে এবং জনগণের ক্ষোভের মুখে ঝাঁটা পিটা করে বের হয়ে যায়। এভাবে রাজনীতি করে কোনো লাভ নেই। আমি মন্ত্রী হলাম, এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর সরকারের সাথে আমাকে বোরকা পরে পালিয়ে যেতে হয়—তাহলে এ রাজনীতি করে কী লাভ? মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে কোনো ঠাঁই নেই।”

তিনি আরও বলেন, “অনেক সাবেক মন্ত্রী-এমপি জনতার দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা তাদের গ্রহণ করিনি। কারণ তাদের অতীত বিতর্কিত এবং তারা নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন।”

বুধবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জননেতা মোঃ আযম খান। তিনি বলেন, “১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু কথা বলার স্বাধীনতা পাইনি। আজ তরুণ প্রজন্ম রক্তের বিনিময়ে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে। এখন সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।”

তিনি আরও বলেন, “কালীগঞ্জের জনগণকে বাঁশের লাঠি হাতে নিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। তদন্ত ছাড়া কোনো সাধারণ মানুষকে গ্রেফতার করা যাবে না। আর করা হলে প্রয়োজনে জনগণ থানাঘেরাও করে এর জবাব দেবে।”

গাজীপুরের পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “৩০ দিনের মধ্যে কালীগঞ্জের সব মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় স্বেচ্ছায় গাজীপুর থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পরামর্শ রইল।”

উপজেলা জনতার দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মোহাম্মদ জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খাঁন, জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, মহানগর নেতা নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

সমাবেশ শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দলের চেয়ারম্যানকে সাথে নিয়ে উপজেলা ও পৌরসভা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৫:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মাদক ও সন্ত্রাসীদের ৩০ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে — জনতার দল

প্রকাশ : ০৫:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক:

জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল চৌধুরী বলেছেন, “ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তারা পরাজিত হয়েছে। আমাদের দেশে প্রায় ১০ বছর পরপর একটি রাজনৈতিক দল আসে এবং জনগণের ক্ষোভের মুখে ঝাঁটা পিটা করে বের হয়ে যায়। এভাবে রাজনীতি করে কোনো লাভ নেই। আমি মন্ত্রী হলাম, এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর সরকারের সাথে আমাকে বোরকা পরে পালিয়ে যেতে হয়—তাহলে এ রাজনীতি করে কী লাভ? মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে কোনো ঠাঁই নেই।”

তিনি আরও বলেন, “অনেক সাবেক মন্ত্রী-এমপি জনতার দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা তাদের গ্রহণ করিনি। কারণ তাদের অতীত বিতর্কিত এবং তারা নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন।”

বুধবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জননেতা মোঃ আযম খান। তিনি বলেন, “১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু কথা বলার স্বাধীনতা পাইনি। আজ তরুণ প্রজন্ম রক্তের বিনিময়ে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে। এখন সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।”

তিনি আরও বলেন, “কালীগঞ্জের জনগণকে বাঁশের লাঠি হাতে নিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। তদন্ত ছাড়া কোনো সাধারণ মানুষকে গ্রেফতার করা যাবে না। আর করা হলে প্রয়োজনে জনগণ থানাঘেরাও করে এর জবাব দেবে।”

গাজীপুরের পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “৩০ দিনের মধ্যে কালীগঞ্জের সব মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় স্বেচ্ছায় গাজীপুর থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পরামর্শ রইল।”

উপজেলা জনতার দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মোহাম্মদ জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খাঁন, জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, মহানগর নেতা নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

সমাবেশ শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দলের চেয়ারম্যানকে সাথে নিয়ে উপজেলা ও পৌরসভা কার্যালয়ের উদ্বোধন করা হয়।