ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে; জেলা প্রশাসক

আজকের তরুণকণ্ঠ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা প্রশাসক বলেছেন, “আপনাদের সামান্য সৎ ইচ্ছাতেই প্রতিটি ইউনিয়ন দুর্নীতিমুক্ত হতে পারে।” সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার বন্ধে আপনাদের ভূমিকা রাখতে হবে।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের” আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে বিচার না পাওয়ায় অনেক মানুষ আদালতের শরণাপন্ন হয়। এতে মামলার সংখ্যা বাড়তে থাকে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হলো—ব্যাপক প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করা।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম।

অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার শওকত হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন—প্রকল্পের শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, সাংবাদিকবৃন্দ এবং জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে; জেলা প্রশাসক

প্রকাশ : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা প্রশাসক বলেছেন, “আপনাদের সামান্য সৎ ইচ্ছাতেই প্রতিটি ইউনিয়ন দুর্নীতিমুক্ত হতে পারে।” সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার বন্ধে আপনাদের ভূমিকা রাখতে হবে।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের” আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে বিচার না পাওয়ায় অনেক মানুষ আদালতের শরণাপন্ন হয়। এতে মামলার সংখ্যা বাড়তে থাকে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হলো—ব্যাপক প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করা।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম।

অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার শওকত হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন—প্রকল্পের শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, সাংবাদিকবৃন্দ এবং জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ।