নওগাঁর বদলগাছীতে সাংবাদিক আশরাফুলের ইন্তেকাল

মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম আর নেই। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে হার্ট, কিডনি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলাম ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আশরাফুল ইসলামের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার জন্য ভিসা প্রক্রিয়ার কাজ চলমান ছিল। কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। তিনি ছিলেন একজন দায়িত্বশীল ব্যক্তি এবং সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ। সংগঠনে তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।
আশরাফুল ইসলামের মৃত্যুতে বদলগাছীসহ নওগাঁ জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বদলগাছী সাংবাদিক সংস্থা এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
তাঁর মৃত্যুতে সহকর্মীরা জানিয়েছেন, আশরাফুল ছিলেন একজন বিনয়ী ও সদা হাস্যোজ্জ্বল মানুষ। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।