ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

আজকের তরুণকণ্ঠ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করা হয়।

এ সময় ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ সেতুর আশপাশে নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ মেনে বালু উত্তোলনের জন্যও নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সতর্ক করে বলেন, এই নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশ : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করা হয়।

এ সময় ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ সেতুর আশপাশে নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ মেনে বালু উত্তোলনের জন্যও নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সতর্ক করে বলেন, এই নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।