ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে রাতের আঁধারে বালু ফেলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আজকের তরুণকণ্ঠ

মো. ইলিয়াস আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খণ্ড নিয়ামতকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৪৪ ধারা জারি থাকা জমিতে রাতের আঁধারে বালু ফেলে দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বালু ভরাটে বাধা দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী আব্দুর রহমান হাওলাদার মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইব্রাহিম মোল্লার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য ২২ বার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

রহমান হাওলাদার অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ইব্রাহিম মোল্লা ও তার লোকজন রাতের আঁধারে বালু ফেলে তা দখলের চেষ্টা করে। এ সময় তিনি ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, তাদের ছেলে প্রবাসে থাকায় এবং তারা স্বামী-স্ত্রী বাড়িতে একা বসবাস করায় প্রতিপক্ষ তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন।

এলাকাবাসী জানান, আব্দুর রহমান হাওলাদার ও তার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের আঁধারে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তারা আতঙ্কিত। স্থানীয়দের আশঙ্কা, এই জমি বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে রহমান হাওলাদার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বিরোধপূর্ণ জমির সঠিক সমাধান করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রতিবেশী ইব্রাহিম মোল্লার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় শিবচর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

শিবচরে রাতের আঁধারে বালু ফেলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মো. ইলিয়াস আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খণ্ড নিয়ামতকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৪৪ ধারা জারি থাকা জমিতে রাতের আঁধারে বালু ফেলে দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বালু ভরাটে বাধা দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী আব্দুর রহমান হাওলাদার মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইব্রাহিম মোল্লার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য ২২ বার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

রহমান হাওলাদার অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ইব্রাহিম মোল্লা ও তার লোকজন রাতের আঁধারে বালু ফেলে তা দখলের চেষ্টা করে। এ সময় তিনি ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, তাদের ছেলে প্রবাসে থাকায় এবং তারা স্বামী-স্ত্রী বাড়িতে একা বসবাস করায় প্রতিপক্ষ তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন।

এলাকাবাসী জানান, আব্দুর রহমান হাওলাদার ও তার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের আঁধারে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তারা আতঙ্কিত। স্থানীয়দের আশঙ্কা, এই জমি বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে রহমান হাওলাদার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বিরোধপূর্ণ জমির সঠিক সমাধান করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রতিবেশী ইব্রাহিম মোল্লার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় শিবচর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।