রায়পুরায় মাদকবিরোধী অভিযান: দুজনের কারাদণ্ড ও জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাস ও এক মাদকসেবীকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালা মিয়া (৪০) নামের এক মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া রওশনা (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আদালত মাদকসেবী কালা মিয়াকে ৫০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক ব্যবসায়ী রওশনাকে ৫০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার দল অভিযানে সার্বিক সহায়তা করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।