বদলগাছীতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছীতে পারিবারিক কলহের জেরে অসীম চন্দ্র শীল (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (১৯ আগস্ট) কীটনাশক পান করার পর গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত অসীম চন্দ্র শীল বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের অমল চন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসীম চন্দ্রের ছোট ভাই সম্প্রতি মিঠাপুর গার্লস স্কুলে অফিস সহায়ক পদে চাকরি পান। ওই চাকরির জন্য কয়েক লাখ টাকা ব্যয় হয়। এ নিয়ে অসীম ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হতো। স্ত্রী অভিযোগ করতেন, “ছোট ভাইয়ের জন্য এত টাকা খরচ হলো, অথচ তোমার জন্য কিছুই খরচ হলো না।” স্ত্রীর এমন কথায় অসীম বাবার কাছে টাকা চাইলে, বাবা প্রায়ই তাকে তিরস্কার করতেন এবং রেগে গিয়ে বলতেন, “তুই মরতে পারিস না, শুধু টাকা টাকা করিস।” বাবা ও স্ত্রীর এমন আচরণে অভিমান করে অসীম চন্দ্র গত মঙ্গলবার কীটনাশক পান করেন বলে জানা গেছে।
প্রতিবেশীদের মতে, পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২২ আগস্ট রাতে বদলগাছী থানায় একটি ইউডি মামলা (অপমৃত্যু মামলা) দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।