ভোলার দৌলতখানে সাংবাদিকের ওপর হামলা

ভোলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৯৫১ এবং তারিখ ২২ আগস্ট, ২০২৫।
শুক্রবার, ২২ আগস্ট, দুপুরের দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে হাবু চেয়ারম্যানের বরফ কলের পাশে সরকারি সহায়তার গরু বিতরণ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ। ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) এবং রিয়াজসহ (২৫) কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তাদের সংবাদ সংগ্রহের কারণ জানতে চান।
পরিস্থিতি উত্তপ্ত হলে হামলাকারীরা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে, যার ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে এবং তাদের প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক নাসির উদ্দিন লিটন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই হামলার ঘটনায় ভোলা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসাথে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।