গণঅভ্যুত্থান দিবস পালন: সিংগাইরে বিএনপির বিশাল বিজয় র্যালি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মাহবুবুর রহমান মিঠু বলেন, “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত ও জীবন বিসর্জন দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে মুক্ত করেছে। তাদের এই অর্জন বৃথা যেতে দেওয়া হবে না। ৫ আগস্টের এই দিবসটিকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে হবে।”
এ সময় তিনি ৫ আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়নের জন্য দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এবং আতাউর রহমান আতা -সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।