সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

আবুবকর সিদ্দিক, বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত লাকি সিং মিয়ানমারের অভ্যন্তরে বাঁশের কোঁড়ল সংগ্রহ করতে গেলে সেখানে পুঁতে রাখা মাইনের ওপর তার পা পড়ে।
আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় কারবারি (গ্রাম প্রধান) সুমং গাছবুনিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত কয়েক মাসে একই সীমান্ত অঞ্চলে মাইন বিস্ফোরণে অন্তত ১২ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এ ধরনের দুর্ঘটনা রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন।