ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ: তথ্য উপদেষ্টা

আজকের তরুণকণ্ঠ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে অনেক বেশি দায়বদ্ধ। জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমগুলোকে অবশ্যই সত্যের পক্ষে অবিচল থাকতে হবে।”

রবিবার (৩ আগস্ট) রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার, আহত এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

তথ্য উপদেষ্টা তার বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “গণমাধ্যমের ওপর জনগণের আস্থা ফেরাতে হলে একে অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে। সংবাদমাধ্যম যদি স্বাধীনতা চায়, তবে তাকে জবাবদিহি করতেই হবে।”

তিনি আরও বলেন, “যারা দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারের দালালি করেছে, তাদের কেউ জনগণের কাছে ক্ষমা চায়নি। আমরা কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে কিছু প্রচার করতে বাধ্য করিনি। তবে দুঃখজনকভাবে, গত ছয় মাসে দেশের অনেক প্রতিষ্ঠান গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে নস্যাৎ করার চেষ্টা করেছে।”

সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “আমরা সংস্কার কমিশনের ১২ দফা সুপারিশ নিয়ে কাজ করছি। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া, আহত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৪:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ০৪:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে অনেক বেশি দায়বদ্ধ। জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমগুলোকে অবশ্যই সত্যের পক্ষে অবিচল থাকতে হবে।”

রবিবার (৩ আগস্ট) রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার, আহত এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

তথ্য উপদেষ্টা তার বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “গণমাধ্যমের ওপর জনগণের আস্থা ফেরাতে হলে একে অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে। সংবাদমাধ্যম যদি স্বাধীনতা চায়, তবে তাকে জবাবদিহি করতেই হবে।”

তিনি আরও বলেন, “যারা দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারের দালালি করেছে, তাদের কেউ জনগণের কাছে ক্ষমা চায়নি। আমরা কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে কিছু প্রচার করতে বাধ্য করিনি। তবে দুঃখজনকভাবে, গত ছয় মাসে দেশের অনেক প্রতিষ্ঠান গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে নস্যাৎ করার চেষ্টা করেছে।”

সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “আমরা সংস্কার কমিশনের ১২ দফা সুপারিশ নিয়ে কাজ করছি। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া, আহত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।”