মনপুরায় কোস্ট ফাউন্ডেশন কর্তৃক তারুণ্যের উৎসব পালিত

মো. কামরুল হোসেন সুমন,মনপুরাঃ
দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উৎযাপনের অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত ও পালিত হয়েছে।
’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উদযাপনের অংশ হিসাবে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের যুব কিশোরদের সমন্বয়ে সারা দেশের সাথে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজ ৩-আগস্ট- ২০২৫ রোজ রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ।মনপুরা উপজেলার ৫নং কলাতলি ইউনিয়ন মনির বাজার জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজী গাছের চারা রোপণ করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ বাংলাদেশে একটি যুব ভিত্তিক উৎসব যা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে । এই উৎসবে তরুণদের বিভিন্ন উদ্ভোবনী কার্যক্রম ,পরিবেশগত সচেতনেতা ,প্রযুক্তিগত সমাধান ,এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় । এ ছাড়া ও স্থানীয় প্রতিভা অন্মেষণ এবং পারস্পারিক সহযোগিতা ও ঐক্যবদ্বতার উপর জোর দেওয়া হবে বলে জানান ।
’তারুণ্যের উৎসব ২০২৫ ’ একটি বার্ষিক ইভেন্ট যা বংলাদেশের তারুণ্যের শক্তি আবেগ উদ্যেগী চেতনা উৎযাপন করে । এই উৎসবের মূল লক্ষ্য তরুণদের একত্রিত করা ,তাদের মধ্যে পারস্পারিক সহয়োগিতা ও উদ্ধাবনী চেতনা বৃদ্ধি করা ,বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা । প্রায় ৫০ জন কিশোর,কিশোরী,ও যুবদের উপস্থিতিতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১০০ গাছের চারারোপণ করা হয়েছে । বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সমন্বয়কারী মো: ফজলুল হক,সাইদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল সালাম সহ কলাতলী ইউনিয়নের তথ্য সেবার উদ্যেক্তা আব্দুল গফুর।
বৃক্ষরোপন কর্মসূচি পরবর্তী আলোচনা শেষে সকলেই কর্মসূচির আগামী সময়ের জন্য ও শুভ কামনা করেন।
কোস্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী কর্মকর্তা মো: ফজলুল হক বলেন তারুণ্যের উৎসব কে ঘিরে, যুবকদের নিয়ে আমরা সকল কার্যক্রম এর উপর অবগত আছি এবং থাকব।