বড়লেখায় ফিল্মি কায়দায় ছিনতাই: মালামালসহ ২ দস্যু গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দিনে-দুপুরে ফিল্মি কায়দায় ঘটে যাওয়া এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করেছে পুলিশ। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, নগদ ৯৯ হাজার ৫০০ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো দা, একটি মোটরসাইকেল, হেলমেট এবং অপরাধ সংঘটনের সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।
গত ৩০শে জুলাই, ২০২৪ তারিখে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বড়লেখা পূবালী ব্যাংক শাখা থেকে আব্দুল আহাদ নামের এক ব্যক্তি দুই লক্ষ টাকা উত্তোলন করেন। সেই টাকার সাথে তার মেয়ে সুহাদা আক্তারের ভ্যানিটি ব্যাগে থাকা আরও ১৬ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে তারা মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন।
পথিমধ্যে বড়লেখা-শাহবাজপুর সড়কের শিমুলিয়া নামক স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দস্যু তাদের পথরোধ করে। ধারালো দা গলায় ধরে তাদের ভয় দেখিয়ে সুহাদার ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতরে নগদ ২ লক্ষ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড ছিল।
এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল আহাদ বড়লেখা থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ- ৩০/০৭/২০২৪, ধারা- ৩৪১/৩৯২ দণ্ডবিধি)।
মামলার পর মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সার্বিক নির্দেশনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইকারীদের শনাক্ত করে।
পরবর্তীতে, ১লা আগস্ট সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১. সেলিম আহমদ ওরফে অনিক (৩৭), যিনি ‘ভটলা সেলিম’ নামেও পরিচিত। পিতা- অজ্ঞাত, গ্রাম- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার। বর্তমান ঠিকানা- টিকরপাড়া (পীরেরবাজার), থানা- শাহপরাণ, সিলেট। ২. সাকিব আহমদ (২৫), পিতা- মৃত মানিক মিয়া, গ্রাম- মির মহল্লা, থানা- শাহপরাণ, সিলেট। বর্তমান ঠিকানা- টিকরপাড়া (পীরেরবাজার), থানা- শাহপরাণ, সিলেট।
উদ্ধারকৃত মালামাল, নগদ ৯৯,৫০০ টাকা, ভুক্তভোগীর ছিনতাই হওয়া স্যামসাং মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো দা, একটি TVS Apache RTR 150cc মোটরসাইকেল ও একটি কালো হেলমেট, ছিনতাইয়ের সময় আসামিদের পরিহিত টি-শার্ট ও গেঞ্জি
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ভুক্তভোগীরা তাদের শনাক্ত করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।