ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় মাসুমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

আজকের তরুণকণ্ঠ

ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাসুমার গ্রামের বাড়িতে গিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এদিন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মাসুমার আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন। পরে প্রতিনিধিদলটি মাসুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানায় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়। এ ছাড়া, স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় মাসুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় বরিশাল বিমানবাহিনী রাডার ইউনিটের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং হতাহত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বস্তির বিষয়, দুর্ঘটনায় আহত অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা নিহত মাসুমার পরিবারের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আন্তরিক।”

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দগ্ধ মাসুমা বেগম (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মৃত্যুবরণ করেন। নিহত মাসুমা ওই স্কুলের আয়া হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২৭ জুলাই) ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৪:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ভোলায় মাসুমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : ০৪:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাসুমার গ্রামের বাড়িতে গিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এদিন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মাসুমার আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন। পরে প্রতিনিধিদলটি মাসুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানায় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়। এ ছাড়া, স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় মাসুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় বরিশাল বিমানবাহিনী রাডার ইউনিটের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং হতাহত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বস্তির বিষয়, দুর্ঘটনায় আহত অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা নিহত মাসুমার পরিবারের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আন্তরিক।”

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দগ্ধ মাসুমা বেগম (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মৃত্যুবরণ করেন। নিহত মাসুমা ওই স্কুলের আয়া হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২৭ জুলাই) ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।