ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন কর্তৃক তারুণ্যের উৎসব পালিত

আজকের তরুণকণ্ঠ

মো. কামরুল হোসেন সুমন,মনপুরাঃ

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উৎযাপনের অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত ও পালিত হয়েছে।

’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উদযাপনের অংশ হিসাবে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের যুব কিশোরদের সমন্বয়ে সারা দেশের সাথে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজ ৩-আগস্ট- ২০২৫ রোজ রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

মনপুরা উপজেলার ৫নং কলাতলি ইউনিয়ন মনির বাজার জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজী গাছের চারা রোপণ করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ বাংলাদেশে একটি যুব ভিত্তিক উৎসব যা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে । এই উৎসবে তরুণদের বিভিন্ন উদ্ভোবনী কার্যক্রম ,পরিবেশগত সচেতনেতা ,প্রযুক্তিগত সমাধান ,এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় । এ ছাড়া ও স্থানীয় প্রতিভা অন্মেষণ এবং পারস্পারিক সহযোগিতা ও ঐক্যবদ্বতার উপর জোর দেওয়া হবে বলে জানান ।

’তারুণ্যের উৎসব ২০২৫ ’ একটি বার্ষিক ইভেন্ট যা বংলাদেশের তারুণ্যের শক্তি আবেগ উদ্যেগী চেতনা উৎযাপন করে। এই উৎসবের মূল লক্ষ্য তরুণদের একত্রিত করা ,তাদের মধ্যে পারস্পারিক সহয়োগিতা ও উদ্ধাবনী চেতনা বৃদ্ধি করা ,বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা।

প্রায় ৫০ জন কিশোর,কিশোরী,ও যুবদের উপস্থিতিতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১০০ গাছের চারারোপণ করা হয়েছে । বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সমন্বয়কারী মো: ফজলুল হক,সাইদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল সালাম সহ কলাতলী ইউনিয়নের তথ্য সেবার উদ্যেক্তা আব্দুল গফুর। বৃক্ষরোপন কর্মসূচি পরবর্তী আলোচনা শেষে সকলেই কর্মসূচির আগামী সময়ের জন্য ও শুভ কামনা করেন।

কোস্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী কর্মকর্তা মো: ফজলুল হক বলেন তারুণ্যের উৎসব কে ঘিরে, যুবকদের নিয়ে আমরা সকল কার্যক্রম এর উপর অবগত আছি এবং থাকব।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন কর্তৃক তারুণ্যের উৎসব পালিত

প্রকাশ : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

মো. কামরুল হোসেন সুমন,মনপুরাঃ

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উৎযাপনের অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত ও পালিত হয়েছে।

’বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ ’ উদযাপনের অংশ হিসাবে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের যুব কিশোরদের সমন্বয়ে সারা দেশের সাথে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজ ৩-আগস্ট- ২০২৫ রোজ রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

মনপুরা উপজেলার ৫নং কলাতলি ইউনিয়ন মনির বাজার জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজী গাছের চারা রোপণ করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ বাংলাদেশে একটি যুব ভিত্তিক উৎসব যা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে । এই উৎসবে তরুণদের বিভিন্ন উদ্ভোবনী কার্যক্রম ,পরিবেশগত সচেতনেতা ,প্রযুক্তিগত সমাধান ,এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় । এ ছাড়া ও স্থানীয় প্রতিভা অন্মেষণ এবং পারস্পারিক সহযোগিতা ও ঐক্যবদ্বতার উপর জোর দেওয়া হবে বলে জানান ।

’তারুণ্যের উৎসব ২০২৫ ’ একটি বার্ষিক ইভেন্ট যা বংলাদেশের তারুণ্যের শক্তি আবেগ উদ্যেগী চেতনা উৎযাপন করে। এই উৎসবের মূল লক্ষ্য তরুণদের একত্রিত করা ,তাদের মধ্যে পারস্পারিক সহয়োগিতা ও উদ্ধাবনী চেতনা বৃদ্ধি করা ,বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা।

প্রায় ৫০ জন কিশোর,কিশোরী,ও যুবদের উপস্থিতিতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১০০ গাছের চারারোপণ করা হয়েছে । বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সমন্বয়কারী মো: ফজলুল হক,সাইদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল সালাম সহ কলাতলী ইউনিয়নের তথ্য সেবার উদ্যেক্তা আব্দুল গফুর। বৃক্ষরোপন কর্মসূচি পরবর্তী আলোচনা শেষে সকলেই কর্মসূচির আগামী সময়ের জন্য ও শুভ কামনা করেন।

কোস্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী কর্মকর্তা মো: ফজলুল হক বলেন তারুণ্যের উৎসব কে ঘিরে, যুবকদের নিয়ে আমরা সকল কার্যক্রম এর উপর অবগত আছি এবং থাকব।