কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া সংলগ্ন জুম্মার পাড়া এলাকার একটি লবণের মাঠ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল উত্তর ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আকবর বলীর পাড়া এলাকায় অভিযান শুরু করে। এসময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়ার একটি লবণের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক এবং দুটি ধারালো দেশীয় অস্ত্র।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।